এই হৃদয়!
দুঃখে পূর্ণ, ভেজানো!
তোমার সাথে যদি না হয় দেখা,
তোমাকে না পেলে মারা যাবে!
এই হৃদয়, এই জীবন।
তুমি কোথায়?
কেন? কি কারণে
দূরে হারিয়ে গেলে এই তুমি"?
এই অস্থিরতা!
এই নিঃসঙ্গতা!
কেন এত কিছু?
বলো, হে আমার হৃদয়!
এই স্পষ্টতা!
এই নীরবতা!
কেন এত কিছু?
বলো, হে আমার জীবন"...!!!
heart touching
ReplyDeleteঅনেক সুন্দর হয়েছে। ভবিষ্যতে আরও ভালো কিছু পাবো। ইনশাআল্লাহ। দোয়া ও ভালবাসা রইল।
ReplyDelete