Followers

Tuesday, December 3, 2019

শূন্যতা-পূর্ণতা

"কল্পলোক ভ্রমণে স্বাধীন-নীলাদ্রী একলা আগন্তুক। সাথে তাহার পদচিহ্ন আর অতীত অনুভূতির ছায়া। স্বাধীন-নীলাদ্রী তাহার স্বপ্ন নামক রাজমহলে শুধু মায়াবতী-নীলাম্বরীকে খুঁজে বেড়ায়। কারণ নীলাম্বরীর অট্টহাসিতে স্বাধীন বরাবরের মতই হয়ে যায় নীলাম্বরীতে বিলীন। ভ্রমণকালে স্বাধীন-নীলাদ্রীর সাথে মায়াবতী-নীলাম্বরীর কল্পলোকে পদার্পণ তাহাকে (স্বাধীন-নীলাদ্রী) অবাক করে দেয়! স্বাধীন-নীলাদ্রীর জীবনের সকল শূন্যতা, মায়াবতী-নীলাম্বরীর ভালবাসায় পেয়ে যাবে পূর্ণতা"!

1 comment:

  1. তোমার সাহিত্য কর্ম পূর্ণতা পেয়েছে। আশা করি এটা ধরে রাখবে।

    ReplyDelete

সিয়াম-সাধনা

 -রোজাদারদের পুরস্কৃত করবে স্বয়ং আল্লাহ মহান; তৎবিষয়ে হাদিসে আছে প্রমাণ; সূরা বাকারা'য় উল্লেখ আছে সাওমের বিধান; প্রমাণ চাইলে খুলে দেখো প...