Followers

Monday, December 2, 2019

অতীত-বর্তমান-ভবিষ্যত

"অতীতের সব ভূল গুলোকে মনে রেখে বর্তমান কে বাঁচিয়ে রাখা এবং এই বর্তমান কে সঠিক পন্থায় ব্যবহার করে ভবিষ্যৎকে উজ্জ্বল করাটায় শ্রেয়। প্রত্যেকটা মানব যদি একাগ্রচিত্তে ধারাবাহিক ভাবে উক্ত পন্থানুসরণ করে তাহলে সর্বোপরি সুখ-সমৃদ্ধি অর্জন করা সম্ভব হবে!"

1 comment:

  1. খুব সুন্দর করে গুছিয়ে লিখেছ। অতীত, বর্তমান ও ভবিষ্যত-কে নিয়ে।

    ReplyDelete

সিয়াম-সাধনা

 -রোজাদারদের পুরস্কৃত করবে স্বয়ং আল্লাহ মহান; তৎবিষয়ে হাদিসে আছে প্রমাণ; সূরা বাকারা'য় উল্লেখ আছে সাওমের বিধান; প্রমাণ চাইলে খুলে দেখো প...