Followers

Wednesday, July 24, 2019

জীবন তরী

---"ওহে মায়াবতী-নীলাম্বরী, তুমি আমার মন রাজ্যের একমাত্র রাণী। আমি তোমার স্বাধীন-নীলাদ্রী বলছি।
"জীবন তরী ভাসিয়েছি তোমার গভীর মন সমুদ্রে, কোন এক সময় যদি দেখো সেই তরীর চলাচল বন্ধ হয়ে গেছে তখন বুঝে নিও তোমার কোন এক সঠিক অথবা কঠিন সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে তোমার মন সমুদ্রে গভীর তলদেশে তরীটাকে স্ব-ইচ্ছায় ডুবিয়ে দিয়েছি। ভালোবাসার স্বার্থে তোমার কঠিন সিদ্ধান্ত মেনে নিয়ে তোমার মনের গভীর তলদেশে অবস্থান করবো তবুও আমি যাবো না তোমাকে ছেড়ে"..!!!

No comments:

Post a Comment

সিয়াম-সাধনা

 -রোজাদারদের পুরস্কৃত করবে স্বয়ং আল্লাহ মহান; তৎবিষয়ে হাদিসে আছে প্রমাণ; সূরা বাকারা'য় উল্লেখ আছে সাওমের বিধান; প্রমাণ চাইলে খুলে দেখো প...