Followers

Wednesday, July 24, 2019

কল্পনা হলেও বাস্তব

---"রাত জাগা পাখি, স্বাধীন রাত জেগে আছে। আর জানালা দিয়ে তাকিয়ে আছে সে বিশালতম আকাশের পানে। শত সহস্র তারা দ্বারা সেই আকাশে যেন নীলাম্বরীর প্রতিচ্ছবি অংকিত হয়েছে। তখন স্বাধীন অপার দৃষ্টিতে নীলাম্বরীর সেই তারাময় প্রতিচ্ছবির পানে তাকিয়েই আছে। প্রতিচ্ছবিতে নীলাম্বরীর সেই অট্ট হাসি ও কাজল কালো আঁখি দুটি স্বাধীনকে বরাবরের মতোই পাগল করে দিলো! স্বাধীন যেন নীলাম্বরীর প্রতিচ্ছবি থেকে চোখ ফেরাচ্ছেই না। তাহার (স্বাধীন) এর ইচ্ছে হলো শুধু নীলাম্বরীর দিকে তাকিয়েই থাকতে। এইভাবে কেটে যাচ্ছে স্বাধীনের প্রতিটি নির্ঘুম রাত,,!! আর যখন ভোরের পাখিটা প্রথম ডাক দেয় এবং সূর্যি বন্ধুটা যখন স্বাধীনের জানালায় প্রথম উঁকিটা দেয় ঠিক তখনই জানালা বন্ধ করে স্বাধীন নিশ্চুপ হয়ে যায়। আর এমনটা ভেবে যায় যে, পরিশেষে হলো দেখা, কল্পনাতে হলেও বাস্তব"...!!

1 comment:

  1. হৃদয়ে ছোঁয়া লেগে গেল। খুব ভাল হয়েছে।

    ReplyDelete

সিয়াম-সাধনা

 -রোজাদারদের পুরস্কৃত করবে স্বয়ং আল্লাহ মহান; তৎবিষয়ে হাদিসে আছে প্রমাণ; সূরা বাকারা'য় উল্লেখ আছে সাওমের বিধান; প্রমাণ চাইলে খুলে দেখো প...