---"আমাদের বিচ্ছেদ যে হয়েছে প্রায় মাস খানেক হয়ে গেলো। এই মুহুর্তে তুমি আমার পাশে নেই। কিন্তু আমার এমন কেন অনুভব হচ্ছে যে, 'যেথায় আমি, সেথায়ই তুমি'। কি করবো আমার আঙ্গুলগুলোকে, যে ছবি আঁকছি না কেন? তোমারই প্রতিচ্ছবি হয়ে যাচ্ছে। এটা কি আমার পাগলামী নাকি তুমি আমার জন্য ঠিক ততটায় পাগল ছিলে"...?
Followers
Thursday, July 25, 2019
Wednesday, July 24, 2019
স্বার্থ আর অবহেলা
---"ভালোবাসাকে সব সময় বাস্তবতার কাছে হার মানতে হয়। এটায় স্বাভাবিক আর বাস্তবতা। মানুষ নিজ স্বার্থের জন্য সঠিক মানুষকে অবহেলা করতে দ্বিধাবোধ করে না"!
জীবন তরী
---"ওহে মায়াবতী-নীলাম্বরী, তুমি আমার মন রাজ্যের একমাত্র রাণী। আমি তোমার স্বাধীন-নীলাদ্রী বলছি।
"জীবন তরী ভাসিয়েছি তোমার গভীর মন সমুদ্রে, কোন এক সময় যদি দেখো সেই তরীর চলাচল বন্ধ হয়ে গেছে তখন বুঝে নিও তোমার কোন এক সঠিক অথবা কঠিন সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে তোমার মন সমুদ্রে গভীর তলদেশে তরীটাকে স্ব-ইচ্ছায় ডুবিয়ে দিয়েছি। ভালোবাসার স্বার্থে তোমার কঠিন সিদ্ধান্ত মেনে নিয়ে তোমার মনের গভীর তলদেশে অবস্থান করবো তবুও আমি যাবো না তোমাকে ছেড়ে"..!!!
বন্ধুত্ব
----"বন্ধুত্ব মানেই জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। বন্ধু মানেই তো জীবনে চলার পথে একে অপরের ভূলত্রুটি গুলো শুধরে দেওয়া থেকে শুরু করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একে অপরেকে সাপোর্ট দেওয়া".....।
কল্পনা হলেও বাস্তব
---"রাত জাগা পাখি, স্বাধীন রাত জেগে আছে। আর জানালা দিয়ে তাকিয়ে আছে সে বিশালতম আকাশের পানে। শত সহস্র তারা দ্বারা সেই আকাশে যেন নীলাম্বরীর প্রতিচ্ছবি অংকিত হয়েছে। তখন স্বাধীন অপার দৃষ্টিতে নীলাম্বরীর সেই তারাময় প্রতিচ্ছবির পানে তাকিয়েই আছে। প্রতিচ্ছবিতে নীলাম্বরীর সেই অট্ট হাসি ও কাজল কালো আঁখি দুটি স্বাধীনকে বরাবরের মতোই পাগল করে দিলো! স্বাধীন যেন নীলাম্বরীর প্রতিচ্ছবি থেকে চোখ ফেরাচ্ছেই না। তাহার (স্বাধীন) এর ইচ্ছে হলো শুধু নীলাম্বরীর দিকে তাকিয়েই থাকতে। এইভাবে কেটে যাচ্ছে স্বাধীনের প্রতিটি নির্ঘুম রাত,,!! আর যখন ভোরের পাখিটা প্রথম ডাক দেয় এবং সূর্যি বন্ধুটা যখন স্বাধীনের জানালায় প্রথম উঁকিটা দেয় ঠিক তখনই জানালা বন্ধ করে স্বাধীন নিশ্চুপ হয়ে যায়। আর এমনটা ভেবে যায় যে, পরিশেষে হলো দেখা, কল্পনাতে হলেও বাস্তব"...!!
Subscribe to:
Posts (Atom)
সিয়াম-সাধনা
-রোজাদারদের পুরস্কৃত করবে স্বয়ং আল্লাহ মহান; তৎবিষয়ে হাদিসে আছে প্রমাণ; সূরা বাকারা'য় উল্লেখ আছে সাওমের বিধান; প্রমাণ চাইলে খুলে দেখো প...
