ওহে প্রেয়সী, কোথায় তুমি?
তোমার সাথে আমার
অনেকদিন হয় না দেখা!
তুমি কেন বুঝো না?
তোমায় ছাড়া আমি
যে কতটা একা!
আমার কেন অনুভব হচ্ছে
আমি আজ বড্ড একা?
পথ পানে তাকিয়ে আছি
আর ভাবছি কখন পাবো
তোমার দেখা!
এমন কষ্টের সাগরে আমি
আর কতক্ষণ থাকবো পড়ে?
ওহে প্রেয়সী, তুমি ফিরে আসো
আমার এই ছোট্ট হৃদয়ে!
খুব মনে পড়ছে তোমার
সেই মধুর হাসি!
তাইতো আমি শুধু তোমাকেই
এতটা ভালোবাসি।
খুব সুন্দর তোমার ঐ
দুটি কাজল কালো আঁখি,
তাই তোমার ঐ দু চোখে
শুধু শুধুই চেয়ে থাকি!
খুব মিষ্টি তোমার ঐ
মুখের হাসি, তাই তো তোমাকে
আমি এতটায় ভালোবাসি।
No comments:
Post a Comment