Followers

Sunday, February 17, 2019

অর্জন

জীবন! সংগ্রাম!! সফলতা!!!
আমাদের জীবন একটাই!
তাই তো আমরা সংগ্রাম করে যাচ্ছি।
আর এই সংগ্রামই আমাদেরকে সফলতা অর্জন করতে সহযোগিতা করবে।

বসন্ত

---"ফাল্গু হাওয়া শরীরকে করেছে শীতল, কোকিলের ডাক মনকে দিয়েছে শান্তি, ঝরাপাতা মাটিতে পরে গাছকে দিয়েছে নতুন পাতা ফিরে পাওয়ার আশ্বাস, কাঁশফুলের সম্ভারে প্রকৃতি পেয়েছে এক অনন্য সৌন্দর্য! এই হলো বসন্ত! এই বসন্তই দিয়েছে আমাদের জীবনকে রঙিন করার প্রতিজ্ঞা"..!!

প্রতিবাদ


হে সমালোচক মানুষ!
তোমাদের কি আছে কোন হুশ?
একদিন তোমরা অপরের সমালোচনা
করতে করতে হয়ে যাবে বেহুশ।

পান খেয়ে ঠোট লাল হয় চুনে,
তোমরা কেন মানবকে বিচার
করছো না তাহাদের গুণে।

তোমরা মানুষ বিচার
করো মানুষের রূপে,
তাই তো তোমরা ধ্বংস
হচ্ছো চুপেচুপে।

অনুরোধ, তোমরা বন্ধ করো
অন্যের সমালোচনা,
আজ থেকে চেষ্টা চালিয়ে যাও,
কিভাবে সঠিক মানুষকে করতে হয় পর্যালোচনা!

সমালোচক, তোমরা অন্যের কথা
নিয়ে কিভাবে থাকো?
পরের জীবন নিয়ে কথা বলার
আগে নিজের দিকে দেখো!

জীবন যেমন যাহার,
ইচ্ছাও তেমন তাহার!
সবার ক্ষমতা আছে নিজের ভাল-মন্দ বুঝার।

তাই নিজের জীবন নিয়ে চিন্তা
করো অন্যের জীবন নিয়ে নয়।
এমন ব্যাপার বুঝতে পারবে,
যদি তোমাদের বিবেক জন্ম হয়।
ওহে সমালোচক!

প্রেয়সী

ওহে প্রেয়সী, কোথায় তুমি?

তোমার সাথে আমার
অনেকদিন হয় না দেখা!
তুমি কেন বুঝো না?
তোমায় ছাড়া আমি
যে কতটা একা!

আমার কেন অনুভব হচ্ছে
আমি আজ বড্ড একা?
পথ পানে তাকিয়ে আছি
আর ভাবছি কখন পাবো
তোমার দেখা!

এমন কষ্টের সাগরে আমি
আর কতক্ষণ থাকবো পড়ে?
ওহে প্রেয়সী, তুমি ফিরে আসো
আমার এই ছোট্ট হৃদয়ে!

খুব মনে পড়ছে তোমার
সেই মধুর হাসি!
তাইতো আমি শুধু তোমাকেই
এতটা ভালোবাসি।

খুব সুন্দর তোমার ঐ
দুটি কাজল কালো আঁখি,
তাই তোমার ঐ দু চোখে
শুধু শুধুই চেয়ে থাকি!

খুব মিষ্টি তোমার ঐ
মুখের হাসি, তাই তো তোমাকে
আমি এতটায় ভালোবাসি।

সিয়াম-সাধনা

 -রোজাদারদের পুরস্কৃত করবে স্বয়ং আল্লাহ মহান; তৎবিষয়ে হাদিসে আছে প্রমাণ; সূরা বাকারা'য় উল্লেখ আছে সাওমের বিধান; প্রমাণ চাইলে খুলে দেখো প...