Followers

Tuesday, December 3, 2019

অবশেষ

"জীবনের বাকি সময় গুলোতে শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকতে হলে অতীতের কাঁটাযুক্ত ও ব্যাথাময় স্মৃতিগুলোকে ভূলে যেতে হবে। এমনকি মনে পড়লে ঐসব স্মৃতিগুলোকে এড়িয়ে চলতে হবে"।

আক্ষেপ

-স্বাধীন-নীলাদ্রী তাহার জীবনের কোন এক প্রান্তে একলা আগন্তুক হিসেবে দাঁড়িয়ে আছে। আর অপার দৃষ্টিতে তাকিয়ে আছে সে নীল দিগন্তের পানে! মায়াবতী-নীলাম্বরীর স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রেখে। এমনকি তাহার (স্বাধীন-নীলাদ্রীর) ডাকে মায়াবতী-নীলাম্বরী সাড়া দিবে বলে এখনো তাকিয়ে আছে। স্বাধীন-নীলাদ্রী এই অপেক্ষমাণ ভালবাসার যুদ্ধে জয়ী হওয়ার প্রচেষ্টায় আছে!"

শূন্যতা-পূর্ণতা

"কল্পলোক ভ্রমণে স্বাধীন-নীলাদ্রী একলা আগন্তুক। সাথে তাহার পদচিহ্ন আর অতীত অনুভূতির ছায়া। স্বাধীন-নীলাদ্রী তাহার স্বপ্ন নামক রাজমহলে শুধু মায়াবতী-নীলাম্বরীকে খুঁজে বেড়ায়। কারণ নীলাম্বরীর অট্টহাসিতে স্বাধীন বরাবরের মতই হয়ে যায় নীলাম্বরীতে বিলীন। ভ্রমণকালে স্বাধীন-নীলাদ্রীর সাথে মায়াবতী-নীলাম্বরীর কল্পলোকে পদার্পণ তাহাকে (স্বাধীন-নীলাদ্রী) অবাক করে দেয়! স্বাধীন-নীলাদ্রীর জীবনের সকল শূন্যতা, মায়াবতী-নীলাম্বরীর ভালবাসায় পেয়ে যাবে পূর্ণতা"!

Monday, December 2, 2019

অতীত-বর্তমান-ভবিষ্যত

"অতীতের সব ভূল গুলোকে মনে রেখে বর্তমান কে বাঁচিয়ে রাখা এবং এই বর্তমান কে সঠিক পন্থায় ব্যবহার করে ভবিষ্যৎকে উজ্জ্বল করাটায় শ্রেয়। প্রত্যেকটা মানব যদি একাগ্রচিত্তে ধারাবাহিক ভাবে উক্ত পন্থানুসরণ করে তাহলে সর্বোপরি সুখ-সমৃদ্ধি অর্জন করা সম্ভব হবে!"

সিয়াম-সাধনা

 -রোজাদারদের পুরস্কৃত করবে স্বয়ং আল্লাহ মহান; তৎবিষয়ে হাদিসে আছে প্রমাণ; সূরা বাকারা'য় উল্লেখ আছে সাওমের বিধান; প্রমাণ চাইলে খুলে দেখো প...