Followers

Monday, April 22, 2019

কষ্ট

'কষ্ট ভোগ করাতে চাইলে নিজের হৃদপিন্ডকে কষ্ট ভোগ করান। কারণ কষ্ট ভোগ করতে করতে এবং হৃদপিন্ডে কষ্ট জমতে জমতে কোন এক সময় সেই দুঃখ ভারাক্রান্ত হৃদপিন্ড ছিড়ে যাবে। আর তখন কষ্ট গুলো স্মৃতিপট হয়ে থাকবে চিরকালের জন্য'।

ভালবাসার জয়

'ভালবাসার ভিত্তি (খুঁটি) যদি হয় মজবুত? তখন সেই ভালবাসাতে শত-হাজার-কোটি বাধা আসলেও ঐসব বাধা অতিক্রম করে ভালবাসাকে জয় করা সম্ভব হবে'!

সিয়াম-সাধনা

 -রোজাদারদের পুরস্কৃত করবে স্বয়ং আল্লাহ মহান; তৎবিষয়ে হাদিসে আছে প্রমাণ; সূরা বাকারা'য় উল্লেখ আছে সাওমের বিধান; প্রমাণ চাইলে খুলে দেখো প...